দিনাজপুরের ফুলবাড়ীতে মালবাহী ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে হেলপার ও চালক দুইজনই নিহত হয়েছেন। তাদের দুইজনের নামই আলামিন।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে ফুলবাড়ীর লক্ষীপুর নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন, চালক আলামিন দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার দুর্গাপুর গ্রামের মুকুলের ছেলে এবং হেলপার আলামিন ইসলাম বিরামপুর উপজেলার কৃষ্ণচাদপুর গ্রামের তোতা মিয়ার ছেলে। এ তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের চিকিৎসক রেজাউল ইসলাম।
ফুলবাড়ী থানার ওসি ফকরুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করে জানান, বিরনামপুর থেকে ট্রলিটি রড-সিমেন্ট নিয়ে আফতাবগঞ্জ যাচ্ছিল। পথিমধ্যে ফুলবাড়ী উপজেলার লক্ষীপুর এলাকায় এসে ইঞ্জিন সমস্যা হয়ে উল্টে যায়। এতে ওই ট্রলির হেলপার ও চালক নিহত হয়। তাদের দুইজনের লাশ ফুলবাড়ী উপজেলা হাসপাতালে রয়েছে। তাদের দুইজনের নামই আলামিন।
বিডি প্রতিদিন/আরাফাত/ সালাহ উদ্দীন