নওগাঁর ধামইরহাট উপজেলার হযরতপুর এলাকায় মোটরসাইকেকে করে আসামি নিয়ে আসার সময় একটি গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই জেলা গোয়েন্দা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বাসির উদ্দিন ও কনষ্টেবল মনির হোসেন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে ধামইরহাট উপজেলার আগ্রাদ্বিগুন এলাকায় অভিযান শেষে ১১৩ বোতল ফেনসিডলসহ এক ছাত্রলীগ নেতাকে আটক করে ফেরার পথে হযরতপুরে এ দুর্ঘটনাটি ঘটে।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম সামসুদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির পুলিশের একদল টিম ধামইরহাট উপজেলার আগ্রাদ্বিগুন এলাকা অভিযান চালিয়ে মাদক মামলার আসামি সাপাহার উপজেলার ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক নুর আলম পিংকীকে আটক করে এবং তার কাছ থেকে ১১৩ বোতল ফেনসিডিল উদ্ধার করে। মোটরসাইকেলে করে তারা আসামিকে নিয়ে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে দুর্ঘটনার শিকার হন।
তিনি আরও জানান, এতে তারা মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়ে গুরুত্বর আহত হন। ঘটনার পর স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য তাদেরকে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক দু'জনকেই মৃত ঘোষণা করেন। পরে থানা পুলিশ লাশগুলো নিজেদের হেফাজতে নেয়।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ