ময়মনসিংহে মহুয়া এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও চার বগি লাইনচ্যুত হওয়ায় সাত ঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে ঢাকা-ময়মনসিংহ রুটে রেলযোগাযোগ।
শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে ওই রুটে ফের ট্রেন চলাচল শুরু হয়।
এর আগে, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় ট্রেনটি ত্রিশাল উপজেলার ফাতেমা নগর স্টেশনের কাছে লাইনচ্যুত হয়।
ময়মনসিংহ রেলওয়ে স্টেশন সুপারিনটেনডেন্ট জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা মহুয়া এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহ হয়ে ঢাকা যাচ্ছিল। ময়মনসিংহ স্টেশন ছেড়ে ত্রিশালের ফাতেমা নগর স্টেশনে ঢোকার মুখে দুটি লাইনের সংযোগস্থলে ট্রেনটির ইঞ্জিনসহ চার বগি লাইনচ্যুত হয়ে যায়। এতে রাজধানীর সঙ্গে ময়মনসিংহের রেলযোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। সেইসঙ্গে আটকা পড়ে বেশ কয়েকটি ট্রেন।
তিনি আরও জানান, খবর পেয়ে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। ইঞ্জিনসহ বিচ্যুত হওয়া চার বগি উদ্ধার শেষে সাত ঘণ্টা পর ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথে যোগাযোগ স্বাভাবিক হয়।
বিডি প্রতিদিন/কালাম