‘দক্ষ যুবক গড়ছে, দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’-স্লোগানকে সামনে রেখে আজ শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে যুব দিবস পালিত হয়েছে। সকালে উপজেলা কার্যালয় চত্বর থেকে একটি র্যালী বের হয়। র্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযুদ্ধা কমপ্লেক্সে এসে শেষ হয়।
মুক্তিযুদ্ধা কমপ্লেক্স ভবন হল রুমে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) তাহমিনা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন।
সভায় স্বাগত বক্তব্য দেন যুব উন্নয়ন কর্মকর্তা মাতব্বর রফিকুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ