ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকারের উদ্যোগে শুরু হয়েছে জেলার বিভিন্ন স্কুলের শ্রেষ্ঠ শিক্ষার্থীদের নিয়ে ‘মিট দ্যা ডিসি’। ২০৪১ সালে উন্নত এবং সমৃদ্ধ বাংলাদেশ বির্নিমানে দক্ষ ও যোগ নেতৃত্বে তৈরিই এ কার্যক্রমের অংশ হিসাবে শুরু করা হয়েছে ব্যতিক্রমধর্মী এ অনুষ্ঠানের। শুক্রবার বেলা ১১টায় জেলা প্রশাসকের মিনি কনফারেন্স হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসক অতুল সরকার শুভেচ্ছা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ফরিদপুর জেলার ১০ জন শ্রেষ্ঠ শিক্ষার্থী জেলা প্রশাসকের কাছে তাদের বিভিন্ন কথা তুলে ধরেন। জেলা প্রশাসক শিক্ষার্থীদের কথা গুলো মনোযোগ সহকারে শোনেন এবং তাদের বিভিন্ন দাবির প্রতি একাত্বতা ঘোষনা করে সেগুলো সমাধানেরও আশ্বাস দেন। অনুষ্ঠানে এবার অংশ নেন সবজান নেছা মহিলা মাদ্রাসার শিক্ষার্থী রানী আক্তার, চুনাঘাটা আলিম মাদ্রাসার স্বপ্না আক্তার, চর টেপাখোলা স্কুলের মনিরা আক্তার মুক্তা, সাজেদা কবির উদ্দিন স্কুলের নওশীন তাসনীম, হিতৈষী স্কুলের মাসুমা আক্তার, বায়তুল মোকাদ্দেম স্কুলের সামির আহমেদ নিবর, ময়েজউদ্দিন স্কুলের আবু হুরাইরা, কমলাপুর স্কুলের নাহিদুল ইসলাম নিবির, নুরুল ইসলাম স্কুলের খাদিজা আক্তার ও বায়তুল আমান স্কুলের শাকিল আহমেদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ পরিচারক মোঃ মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোকসানা রহমান, ফরিদপুর ডায়াবেটিক সমিতির সাধারন সম্পাদক প্রফেসর এম এ সামাদ, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ হাসান রুবেল, প্রেসক্লাবের সহ সভাপতি কামরুজ্জামান সোহেল, সাধারন সম্পাদক হাসানুজ্জামান, নারীনেত্রী আসমা আক্তার মুক্তা। এসময় বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আগত ১০ শিক্ষার্থীর মাঝে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক অতুল সরকার। ‘মিট দ্যা ডিসি’ মূলত ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকারের চিন্তা ও পরিকল্পনায় জেলার পৌর এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের নানা বিষয়ে উত্তীর্ণ সেরা দশ জন শিক্ষার্থীকে নিয়ে জেলা প্রশাসকের সাথে সাক্ষাৎ ও বিভিন্ন বিষয়ে আলোকপাতের ক্ষেত্র। প্রতি মাসের প্রথম শুক্রবার জেলা প্রশাসকের কার্যালয়ে এ অনুষ্ঠানটি হয়ে থাকে। বর্তমানে জেলার শিক্ষার্থীদের মাঝে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ‘মিট দ্যা ডিসি’ অনুষ্ঠানটি।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ