অবশেষে ৪ বছর পর চাঁপাইনবাবগঞ্জে হতে যাচ্ছে জেলা আওয়ামী লীগের কাউন্সিল। আগামী ২৬ নভেম্বর অনুষ্ঠিতব্য কাউন্সিলকে ঘিরে পদ-পদবি পেতে নেতারা কেন্দ্রে দৌড়ঝাপ শুরু করেছেন। অনেকেই আওয়ামী লীগে নতুন ও তরুণ নেতৃত্ব চাইছেন, আবার কেউ কেউ পুরাতনদের রাখার জন্য চেষ্টা-তদ্বির চালিয়ে যাচ্ছেন। ফলে পুরাতন কোনো কমিটি না ভেঙে আসন্ন কাউন্সিলে সেই কাউন্সিলরদের ভোটকে পুঁজি করে নেতৃত্ব টিকিয়ে রাখার চেষ্টা করছেন এমন অভিযোগও রয়েছে নেতৃত্বের বিরুদ্ধে। সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে এমনই তথ্য।
জানা গেছে, সর্বশেষ ২০১৫ সালের শেষের দিকে জেলা আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হয় এবং সেই কাউন্সিলে আলহাজ মো. মইনুদ্দিন মন্ডল সভাপতি এবং তৎকালীন সংসদ সদস্য মো. আব্দুল ওদুদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সেই কমিটিতে হাউব্রিডরা স্থান পাওয়ায় পদ-পদবি বঞ্চিতরা দলে নিস্ত্রীয় হয়ে পড়েন। আর হাইব্রিডরা নিজেদের আখের গোছাতে শুরু করার পাশাপাশি ত্যাগী নেতা দাবিদাররাও নিজেদের আখের গোছাতে ব্যস্ত হয়ে পড়েন। তাদের কেউ কেউ টাকার কাছে এমনই অন্ধ হয়ে যান যে, কতিপয় আওয়ামী আইনজীবী নিষিদ্ধ সংগঠন জেএমবি সদস্যদের মামলা নিতেও পিছপা হননি। এনিয়ে খোদ দলের মধ্যে গ্রুপিংয়ের সৃষ্টি হয়। আর এর চরম মূল্য দিতে হয় সদ্য সমাপ্ত সংসদ ও উপজেলা পরিষদ নির্বাচনে। বর্তমান সরকারের আমলে চাঁপাইনবাবগঞ্জ জেলায় অভুতপূর্ব উন্নয়ন হলেও তা জনসাধারণের মাঝে তুলে ধরতে ব্যর্থ হওয়ায় সংসদ নির্বাচনে সংসদীয় তিনটি আসনের মধ্যে মাত্র একটিতে বিজয়ী হয় আওয়ামী লীগ এবং সদর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের ভরাডুবি হয়।
তবে আওয়ামী লীগের কাউন্সিলকে ঘিরে নেতাদের মধ্যে পদ-পদবি পেতে তুমুল প্রতিযোগিতা শুরু হয়েছে। আবারও সভাপতি পদ ধরে রাখতে জোর প্রচেষ্টা অব্যাহত রেখেছেন মো. মইনুদ্দিন মন্ডল। অন্যদিকে সভাপতি হওয়ার দৌড়ে রয়েছেন- সাবেক জেলা সভাপতি ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ এনামুল হক, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাবেক সংসদ সদস্য মুহা. জিয়াউর রহমান, সহ-সভাপতি সাবেক সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ মো. রুহুল আমিন ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য মো. আব্দুল ওদুদ। আর সাধারণ সম্পাদক পদের জন্য চেষ্টা তদ্বির চালাচ্ছেন- জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, জেলা স্বাচিপ সাধারণ সম্পাদক ডা. মোহা. গোলাম রাব্বানী, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মো. আনোয়ারুল ইসলাম এবং নারী সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসীর ভাই সাবেক যুবলীগ নেতা আমেরিকা প্রবাসী মেসবাহুল সাকের জ্যোতি।
এদিকে কাউন্সিল প্রসঙ্গে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য মো. আব্দুল ওদুদ বলেন, দীর্ঘদিন পর দলের কাউন্সিল হতে যাচ্ছে, এনিয়ে দলের নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ দেখা দিয়েছে। আর এরই মধ্যে অনেক নতুন নেতৃত্বের সৃষ্টি হয়েছে। আগামীতে নতুন নেতৃত্ব দল পরিচালনা করবে এমনটাই প্রত্যাশা তার।
বিডি প্রতিদিন/এনায়েত করিম