নীলফামারীতে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী আন্তর্জাতিক নাট্যোৎসব। শুক্রবার জেলা শিল্পকলা অডিটরিয়ামে নাট্যোৎসবের উদ্বোধন করেন নীলফামারী পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ।
জেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। এসময় জেলা প্রশাসক হাফিজুর রহসমান চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার এবিএম আতিকুর রহমান, জেলা সম্মিলিত সাংষ্কৃতিক জোটের আহবায়ক আহসান রহীম মঞ্জিল, চেম্বার অব কমার্সেও সাবেক সভাপতি শফিকুল আলম ডাবলু ও পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু বিষেশ অতিথি ছিলেন।
জেলা পরিষদ, জেলা শিল্পকলা ও নীলসাগর গ্রুপের সহযোগীতার জেলায় প্রথমবারের মতো এই উৎসবের আয়োজন করে স্থানীয় জলসিঁড়ি নাট্য সংস্থা।
পাঁচ দিনব্যাপী এই নাট্যোৎসবে ভারত ও বাংলাদেশের শিল্পিদের পরিবেশনায় পাঁচটি নাটক মঞ্চস্থ হবে। উদ্বোধনী দিনে আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় ভারতের চাকদাহ নাট্যজন পরিবেশিত নাটক “ভানু সুন্দরীর পালা” মঞ্চস্থ হয়। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন সায়িক সিদ্দিকী।
বিডি প্রতিদিন/হিমেল