বরিশালে র্যাব ও কোস্ট গার্ডের পৃথক অভিযানে সাড়ে ৪ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। এ সময় এক দম্পত্তিসহ ৩ জনকে আটক করেছে তারা। শুক্রবার সকালে বাকেরগঞ্জে র্যাবের অভিযানে ৪ কেজি গাঁজাসহ এক দম্পত্তি এবং একই সময়ে নগরীর নৌ বন্দর এলাকা থেকে ৫শ’ গ্রাম গাঁজাসহ এক যুবককে আটক করে কোস্টগার্ড।
শুক্রবার সকালে র্যাব-৮ প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তি জানানো হয়, বাকেরগঞ্জ উপজেলার পশ্চিম চরামদ্দি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে মো. সিরাজ গাজী ও তার স্ত্রী শিউলি বেগমকে ৪ কেজি গাঁজাসহ আটক করেন তারা। আটক দুইজন ওই এলাকার বাসিন্দা।
এ ঘটনায় র্যাবের ডিএডি একেএম আবু হোসেন শাহরিয়ার বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।
এদিকে, সকালে বরিশাল নদী বন্দরের পন্টুনে অভিযান চালিয়ে আধা কেজি গাঁজাসহ অনিক ডাকুয়া (২৮) নামে এক যুবককে আটক করে কোস্টগার্ড। অনিক নগরীর ১ নম্বর সিএন্ডবি পোল সংলগ্ন এলাকার হাজি বাড়ির বাসিন্দা সুকান্ত ডাকুয়ার ছেলে।
কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নদী বন্দরের পন্টুনে অভিযান চালিয়ে অনিক ডাকুয়াকে আধা কেজি গাঁজাসহ আটক করেন তারা। এ সময় তার সাথে থাকা আরও দুই যুবক পালিয়ে যায়। এ ঘটনায় অনিককে কোতয়ালী মডেল থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন কোস্টগার্ডের কনটিনজেন্ট কমান্ডার মো. আতিউর।
বিডি প্রতিদিন/এনায়েত করিম