বরিশালের বাবুগঞ্জ উপজেলার ভূতেরদিয়া গ্রামে রাতের আঁধারে এক নারীকে কুপিয়ে নির্জন জঙ্গলে ফেলে গেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার রাতে ওই গ্রামের একটি জঙ্গল থেকে রক্তাত্ব অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল ভর্তি করা হয়। আনুমানিক ৪০ বছর বয়সের ওই নারী তার নিজের নাম এবং বাড়ি গৌরনদী বলে স্থানীয়দের জানিয়েছেন।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত ৮টার দিকে বাবুগঞ্জের বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়নের (আগরপুর) ভূতেরদিয়া গ্রামের কলেজ সংলগ্ন নির্জন জঙ্গলে গোঙ্গানীর শব্দ পেয়ে পথচারীরা আহতাবস্থায় ওই নারীকে উদ্ধার করে। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের একাধিক কোপের চিহ্ন রয়েছে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করে।
বাবুগঞ্জ থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, ‘ওই নারী তার নিজের পরিচয় ঠিকভাবে বলতে পারছে না। তার সারা শরীরে কোপের চিহ্ন। গুরুতর অবস্থায় তাকে শেরে-ই বাংলা মেডিকেলে ভর্তি করা হয়েছে। তিনি কিছুটা সুস্থ হয়ে উঠলে তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে প্রকৃত অপরাধীদের খুঁজে বের করা হবে।
বিডি প্রতিদিন/হিমেল