কোন রকম বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার অটো টেম্পু-রিক্সা ও সিএনজি চালক শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন।
মোহনগঞ্জ উপজেলা আলী উসমান শিশু পার্কে আজ শুক্রবার নির্বাচন অনুষ্ঠিত হয়। উৎসবমুখর পরিবেশে সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয়ে হয়ে বিকাল চারটা পর্যন্ত চলে।
নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কার্যকারী সভাপতি পদে কিশোর হোসেন নাঈম নির্বাচিত হয়েছেন। এছাড়া বাকি নয়টি পদের বিপরীতে মোট ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিাতা করেন।
সড়কে শৃঙ্খলা বজায় রাখতে একটি গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে নেতা বাছাই করা হয়। স্বতঃস্ফুর্ত নির্বাচনে মোট ১১৩৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
বিডি প্রতিদিন/হিমেল