রাঙামাটিতে পালিত হয়েছে জাতীয় যুব দিবস পালন হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে “দক্ষ যুব গড়বে দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ”-স্লোগানকে সামনে রেখে রাঙামাটি যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত কর্মসূচীর উদ্বোধন করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। পরে রাঙামাটি জেলা পরিষদ চত্বর থেকে একটি বণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
রাঙামাটি অতিরিক্ত জেলা প্রশাসক এসএম শফি কামালের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। এছাড়া রাঙামাটি অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম, রাঙামাটি পৌরসভার প্যানেল মেয়র জামাল উদ্দিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক পবন কুমার চাকমা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, যুবরা নিজেকে নিয়ন্ত্রণ করে ভালো কাজের দিকে জীবনকে ধাবিত করতে পারলে তার জন্য ভবিষ্যৎ হয় উজ্জ্বল। তাই জঙ্গী ও মাদকের ছোবল থেকে যুবরা নিজেকে ও সমাজকে রক্ষা করে সামনের দিকে এগিয়ে যাওয়ার আহবান জানান তারা।
আলোচনা সভা শেষে প্রশিক্ষণপ্রাপ্ত ৭জন যুবদের মাঝে ২ লাখ ১০ হাজার টাকার যুব ঋন, ৪ জনকে ৮৫ হাজার টাকার অনুদান, যুব উন্নয়ন অধিদপ্তর হতে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণপ্রাপ্ত ২২ জন প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ, যুব দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের চেক ও বিভিন্ন সংগঠনকে সমাজসেবা এবং আত্মকর্মসংস্থানমূলক কাজে অবদান রাখায় সম্মাননা ক্রেষ্ট বিতরণ করেন অতিথিরা।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ