শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলা নন্নী বাজারে ২৪০০ কেজি কালোবাজারির চাল জব্দ করেছে ডিবি পুলিশ। এসময় ৫ জনকে গ্রেফতার করতে পারলেও মূল অভিযুক্ত ফিরুজ চৌধুরি সুকৌশলে গা ঢাকা দিয়েছে।
অপর আসামিরা হলেন চাল বহনে ব্যবহৃত ট্রাকের (ঢাকা মেট্রো-১৪-৮৬০৫) শ্রমিক জহুরুল ইসলাম, সোহেল মিয়া, আনিছ মিয়া, মিষ্ঠার মিয়া ও মতিন।পুলিশ জানিয়েছে জব্দকৃত চাল গুলো সরকারের হত দরিদ্র খাদ্য বান্ধব (১০ টাকা কেজি) কর্মসূচির। আর ওই খাদ্য কর্মসূচির চাল বিতরনের ডিলার হলেন প্রধান অভিযুক্ত ফিরুজ চৌধুরি। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে এদের গ্রেফতার করা হয়।
পুলিশ ও এলাকাবাসি জানায়, ঘটনার সময় একটি ট্রাক ফিরুজ চৌধুরির গুদাম থেকে চাল নিয়ে বাজার দিয়ে বের হয়ে যাওয়ার সময় বাজারে থাকা ডিবি পুলিশ চ্যালেঞ্জ করে। তারপর দেখা যায় জব্দ করা চাল গুলো সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির। সরকার ১০ টাকা মূল্যে হত দরিদ্রদের বিলি করার জন্য ডিলারকে প্রদার করলে ডিলার পাচার করার জন্য কোথাও পাঠাচ্ছিল
শেরপুর ডিবি পুলিশের ওসি মুখলেছুর রহমান জানিয়েছেন, এ বিষয়ে নিয়মিত মামলা হয়েছে। ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। অপর অভিযুক্ত ফিরুজ চৌধুরিতে গ্রেফতার করতে চেষ্টা চলছে।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ