ধুমধাম বিয়ের আয়োজন চলছিল। বরযাত্রী আসার অপেক্ষায় পরিবারের লোকজন। শুক্রবার জুমার নামাজের পর বর আসবে এনিয়ে সকল প্রস্তুতি সম্পন্ন। দুপুর ১টার দিকে বর আসার আগেই কনের বাড়িতে উপস্থিত হন একদল পুলিশসহ চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যজিস্ট্রেট মো. তানভীর হোসেন। এসময় ভণ্ডুল হয়ে যায় বিয়ের সব আয়োজন। কনের পিতাকে জরিমানা করা ১০ হাজার টাকা।
কক্সবাজারের চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের সুরাজপুর এলাকায় এ ঘটনা ঘটেছে।
সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড এলাকার আবুবক্করের দশম শ্রেণীতে পড়ুয়া মেয়ের সাথে পূর্ব বড় ভেওলার জনৈক আবদুল্লাহর সাথে বিয়ের কথা ছিল শুক্রবার। এলাকাবাসীর কাছ থেকে বাল্যবিয়ের খবর পেয়ে চকরিয়া সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীর হোসেন মেয়ের বাড়িতে উপস্থিত হয়ে এ বিয়ে বন্ধ করেন। এসময় ১৮ বছরের পূর্বে বিয়ে দিবে না মর্মে মেয়ের পিতার কাছ থেকে মুচলেকা নেওয়া হয় ও ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল