বগুড়ার নন্দীগ্রামে দুই মোটরসাইকেলের সংঘর্ষে সাইদুর রহমান নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। বৃহস্পতিবার রাতে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইদুর রহমান বগুড়া শহরের নাটাইপাড়া এলাকার জাহিদুল ইসলামের ছেলে।
বগুড়ার নন্দীগ্রাম ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রতন কুমার দেবনাথ জানান, এসআই শিমুল হাসান রংপুর থকে খুলনা রেঞ্জে বদলি হওয়ায় বৃহস্পতিবার মোটরসাইকেল যোগে রংপুর থেকে ঝিনাইদহ যাচ্ছিলেন। সন্ধ্যায় নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীতমুখী অপর একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলে থাকা তিন আরোহী গুরুতর আহত হন। ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে সাইদুর রহমান মারা যান। তিনি একজন ব্যবসায়ী। ব্যবসায়িক কাজ সেরে বগুড়া শহরে ফিরছিলেন। আহতরা হলেন- এসআই শিমুল হাসান ও তার চাচাতো ভাই মিঠুন। দুইজনেরই বাড়ি ঝিনাইদহ জেলায়।
বিডি প্রতিদিন/এনায়েত করিম