বগুড়ার নন্দীগ্রাম উপজেলার কুস্তা গ্রামে এক রাতেই গভীর নলকূপে ব্যবহৃত ১০ কেভি ধারণক্ষমতার তিনটি ট্রান্সফরমার চুরি করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার রাতে কৃষক বেলাল হোসেন বাবলু’র ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটে।
ওই গ্রামের কৃষকেরা জানায়, উপজেলার কুস্তা গ্রামের জমিতে ধান চাষে ভূগর্ভস্থ পানি তুলে সেচকাজে সরবরাহ করা হতো। মাঠের মধ্যে ট্রান্সফরমারগুলো একটি বৈদ্যুতিক খুঁটির সাথে সেগুলো রাখা ছিল। কিন্তু শুক্রবার সকালে কৃষকেরা ক্ষেতে এসে দেখেন ট্রান্সফরমারগুলো নেই। এগুলো বৈদ্যুতিক খুঁটি থেকে নামিয়ে খোল (বডি) ভেঙে ভেতর থেকে তামার তার নিয়ে গেছে দূর্বৃত্তরা।
বগুড়ার নন্দীগ্রাম পল্লী বিদ্যুৎ এড়িয়া অফিসের এজিএম মাজাহারুল ইসলাম জানান, এই চুরির ঘটনা তিনি জানেন না।
ট্রান্সফরমার চুরির বিষয়টি নন্দীগ্রাম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আব্দুল বারী সত্যতা নিশ্চিত করেছেন। চুরি যাওয়া ট্রান্সফরমারের দাম ১ লাখ ৮০ হাজার টাকা।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন