বাংলাদেশের কমিউনিস্ট পার্টির উদ্যোগে দু'দিনব্যাপী রাজশাহী বিভাগীয় যুব কমিউনিস্ট ক্যাম্পের উদ্বোধন হয়েছে।
শুক্রবার শহরের সাতমাথায় সকাল ১১টায় কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি, ডাকসুর সাবেক ভিপি, কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম এ কর্মসূচির উদ্বোধন করেন।
বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির রাজশাহী বিভাগীয় সমন্বয়ক, রাজশাহী জেলা সাধারণ সম্পাদক, রাকসুর সাবেক ভিপি রাগীব আহসান মুন্না।
প্রধান অতিথির বক্তব্যে মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, আওয়ামী লীগ এবং বিএনপিকে আপনারা ক্ষমতায় দেখেছেন। এ দ্বি-দলীয় রাজনৈতিক ধারা দিয়ে বাংলাদেশের মানুষের সঙ্কট নিরসন হওয়া সম্ভব না। এ কারণে তিনি বাম গণতান্ত্রিক বিকল্প শক্তি সমাবেশ গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন। দেশ বাঁচাতে ছাত্র যুবকদের এগিয়ে এসে বাম বিকল্প গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা কমিটির সভাপতি ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক শেখ মোস্তফা নুরুল আমিন, রাজশাহী জেলা কমিটির সভাপতি এনামুল হক, নওগাঁ জেলা কমিটির সভাপতি মহসীন রেজা, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, বগুড়া জেলা কমিটির সভাপতি জিন্নাতুল ইসলাম, জয়পুরহাট জেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রশীদ, নাটোর জেলা কমিটির সাধারণ সম্পাদক নির্মল চৌধুরী, বগুড়া জেলা কমিটির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাফিজ আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক দুলাল কুন্ডু, কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য মোস্তাফিজুর রহমান ফিজু প্রমুখ।
এর আগে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী বগুড়া জেলা সংসদ উদ্বোধনী মঞ্চে গণসংগীত পরিবেশন করে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন