ফুলপুর থেকে ময়মনসিংহ মহাসড়কে প্রতারকদের দৌরাত্ম্য বৃদ্ধি পেয়েছে। অভিনব পন্থায় এই রুটে চলাচল করা যাত্রীদের সাথে সুযোগ বুঝে এসব প্রতারণা করছেন প্রতারকরা। নকল সোনাকে আসল সোনা হিসেবে উপস্থাপন করে যাত্রীর কাছে থাকা মূল্যবান জিনিস নিয়ে যাচ্ছে তারা।
শুক্রবার সকাল ১১টার দিকে ময়মনসিংহ ব্রিজ থেকে সিএনজিযোগে ফুলপুর আসার সময় পলি আক্তার নামে এক মহিলা এমন প্রতারণার শিকার হয়েছেন। তার বাড়ি মুক্তাগাছা উপজেলার কুমারগাতা গ্রামে। তিনি ফুলপুরে আত্মীয় বাড়িতে বেড়াতে আসার সময় ওই প্রতারকদের খপ্পরে পড়েন।
পলি জানান, তিনি ময়মনমিংহ ব্রিজ থেকে ফুলপুরের উদ্দেশ্যে একটি সিএনজিতে উঠেন। পথে তারাকান্দার তালদীঘি আসলে হঠাৎ সিএনজিটি থামিয়ে দেয় চালক। পরে রাস্তা থেকে একটি ছোট হাতব্যাগ কুড়িয়ে পাওয়ার ভান করে প্রতারক চক্র। ব্যাগটি খুলে দেখে একটি সোনার পাত। সাথে থাকা একটি কাগজে এক হিন্দু মহিলার নাম ও মোবাইল নাম্বার লেখা। যাত্রীবেশী প্রতারক চক্র ফুলপুরগামী সিএনজিতে থাকা একমাত্র মহিলা যাত্রী পলিকে বিভিন্ন কথা বলে পটিয়ে নকল সোনার পাতের বিনিময়ে পলির ৬ আনা ওজনের একটি গলার চেইন ও একজোড়া কানের দুল হাতিয়ে নেয়। এরপর পলি আক্তারকে কিছু দূর এগিয়ে দিয়ে সিএনজি নষ্ট হওয়ার ভান করে গোয়াতলা নামক স্থানে তাকে নামিয়ে অন্য গাড়িতে তুলে দেয়। ফুলপুর নামার পর পলি তার নিজস্ব লোককে সোনার পাতটি দেখালে তা নকল ও ধোকা বলে বুঝতে পারেন।
এদিকে এর আগেও ফুলপুরের হাসনা ও আম্বিয়া নামে দুই মহিলা এদের ফাঁদে পড়ে মোবাইল ও টাকা পয়সা খোয়ানোর ঘটনা ঘটেছে।
বিডি প্রতিদিন/হিমেল