যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেছেন, দুর্নীতিবাজ সুবিধাভোগী ও দলে অনুপ্রবেশকারী বিতর্কিতদের আওয়ামী লীগে ঠাঁই নাই। দলকে সুসংগঠিত করতে তৃণমূল পর্যায়ে ত্যাগী ও স্বচ্ছ ভাবমূর্তির নেতা-কর্মীদের নতুন কমিটিতে নেওয়া হবে। কোন দুর্নীতিবাজ, চাঁদাবাজসহ অপকর্মের সাথে জড়িতরা চলমান কাউন্সিলে আওয়ামী লীগের কোন সাংগঠনিক কমিটিতে স্থান পাবে না।
শুক্রবার দুপুর ১২ টায় ভোলার চরফ্যাশন উপজেলায় ব্রজগোপাল টাউন হলে পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল উদ্বোধন শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, দুঃসময়ের ত্যাগী নেতাকর্মীরাই হচ্ছে আওয়ামী লীগের প্রাণ। সারাদেশে বিতর্কিত ও দলে সুবিধাভোগীদের সাংগঠনিক কমিটির পদ পদবী থেকে বাদ দিয়ে চলমান কাউন্সিলে ত্যাগী নেতা-কর্মীদের নতুন কমিটিতে অন্তর্ভূক্ত করা হচ্ছে।
চরফ্যাশন পৌর আ’লীগের সভাপতি ও মেয়র বাদল কৃষ্ণ দেবনাথের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির আহমেদ শুভ্র, পৌর প্যানেল মেয়র আওয়ামী লীগ নেতা আবু জাহের ভূঁইয়া, আবুল হাসেম মহাজন।
বিডি প্রতিদিন/হিমেল