'বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন'-প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শরীয়তপুরে ৪৮তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। আজ শনিবার সকাল ১০টার দিকে জেলা শিল্পকলা একাডেমীর চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শরীয়তপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ মামুন-উল-হাসান।
শরীয়তপুর জেলা সমবায় অফিসার গাজী মোহাম্মদ সালাহ উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আল মামুন সিকদার, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুর রহমান শেখ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে। এ সময় শরীয়তপুর জেলা সমবায় অফিসের কর্মকর্তা, সাংবাদিক, ব্যবসায়ী প্রমূখ উপস্থিত ছিলেন।
এদিকে, সকল ১০টায় ভেদরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পাতাকা উত্তোলন শেষে একটি র্যালি উপজেলা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা মিলনায়তনে সমবায় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভির আল নাসীভের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যন যুদ্ধকালীণ মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মান্নান রাড়ি, বিশিষ্ট সমবায়ী আবুল বাসার চোকদার, বীরমুক্তিযোদ্ধা আলী আকবর মাষ্টার, উপজেলা সমবায় কর্মকর্তা উৎপল কুমার মন্ডল, উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক শহিদুজ্জামান খান প্রমুখ। কর্মসূচিতে সহস্রাধিক সমবায়ী অংশ নেয়।
আলোচনা সভা শেষে ২০১৮ সালে জেলার শ্রেষ্ঠ সমবায় সমিতি সঞ্চয় ও ঋণদান, মুক্তিযোদ্ধা সমবায়, বহুমূখী সমবায়, দুগ্ধ সমবায় ক্যাটাগরিতে পুরুষ্কার বিতরণ করা হয়।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ