ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগের দু’গ্রুপে সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছেন প্রশাসন। আজ বুধবার সকাল ১০টা থেকে আগামী ৯ নভেম্বর সকাল ১০টা পর্যন্ত ১৪৪ ধারা জারি বলবৎ থাকবে।
পুলিশ জানায়, সকাল ১১টায় হরিপুর উপজেলার বকুয়া ইউনিয়নের চাপদা বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সভাকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুটি গ্রুপ সকাল থেকে এলাকার বিভিন্ন স্থানে অবস্থান নেয়। যা সংঘর্ষে রুপ নিতে পারে বলে আশঙ্কা করা হয়। সংঘর্ষ এড়াতেই হরিপুর উপজেলা প্রশাসন চাপদা বাজার এলাকায় ১৪৪ ধারা জারি করেন।
ইউনিয়ন আওয়ামী লীগের একাধিক নেতা জানান, কিছু দিন আগে কমিটির অনুমোদন ছাড়াই নতুন করে সদস্য অন্তর্ভুক্ত করায় এ ধরনের দ্বন্দ্ব লেগেই আছে। শুধু ইউনিয়ন আওয়ামী লীগে নয় উপজেলা আওয়ামী লীগের চিত্র একই রকম। এ কারণেই এ অবস্থার সৃষ্টি হয়েছে।
বকুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সাত্তার ও বহরমপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম জানান, বর্ধিত সভা হবে কাদের নিয়ে। যদি ত্যাগি নেতারা বাদ পড়ে তাহলে কোন ভাবেই বর্ধিত সভা হতে দেয়া হবে না। দীর্ঘ দিন ধরে যারা আওয়ামী লীগের হাল ধরে আছে তাদের বাদ দিয়ে বর্ধিত সভার আয়োজন করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে হরিপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল করিম বিষয়টি নিশ্চিত করে জানান, আওয়ামী লীগের সভায় সংঘর্ষের আশঙ্কা রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আজ সকাল ১০ টা থেকে আগামী ৯ নভেম্বর পর্যন্ত বকুয়া ইউনিয়নের চাপদা বাজার এলায়কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক