নেত্রকোনার খালিয়াজুরীতে হাঁসের খাবার স্থান দখলকে কেন্দ্র করে সৃষ্ট ঝগড়ায় প্রতিপক্ষের আঘাতে রফিকুল ইসলাম অরফে রুহু মিয়া (৪৮) নামে এক হাঁস খামারি মারা গেছেন। রুহু মিয়া উপজেলার কৃষ্ণপুর মাদ্রাসাপাড়ার জব্বার আলীর ছেলে।
বুধবার সকাল ৯টার দিকে সিলেট ওসমমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে, মঙ্গলবার সন্ধ্যায় খালিয়াজুরীর কৃষ্ণপুরের পুতারকান্দা এলাকায় প্রতিপক্ষের ঘুষি ও লাঠির আঘাতে তিনি আহত হন।
কৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান শামীম মিয়া বলেন, কৃষ্ণপুরের পুতারকান্দা হাওরে খামারের হাঁসের খাবার দেওয়ার স্থান দখলকে কেন্দ্র করে একই গ্রামের আলমাছ মিয়ার ছেলে আব্দুর রাজ্জাক (৩৮) ও তার কয়েকজন স্বজন রুহু মিয়া সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। এ সংঘর্ষে আব্দুর রাজ্জাক ও তার স্বজনদের ঘুষি আর লাঠির আঘাতে প্রথমে রফিকুল ইসলাম রুহু গুরুতর আহত হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে রুহু মিয়া মারা যান।
খালিয়াজুরী থানার ওসি এটিএম মাহমুদুল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনার মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং মৃতদেহ ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক