১৯ নভেম্বর, ২০১৯ ১৪:৩৭

প্রতিবন্ধী সুরক্ষা আইন-২০১৩ বাস্তবায়নের লক্ষ্যে বরিশালে সেমিনার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রতিবন্ধী সুরক্ষা আইন-২০১৩ বাস্তবায়নের লক্ষ্যে বরিশালে সেমিনার

প্রতিবন্ধী সুরক্ষা আইন-২০১৩ বাস্তবায়নের লক্ষ্যে বরিশালে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের সভাকক্ষে বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা জেলা শাখার উদ্যোগে এই সেমিনার অনুষ্ঠিত হয়। 

বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক বদিউল আলমের সভাপতিত্বে সেমিনারে প্রধান ছিলেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। 

জেলা প্রশাসনের প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজের সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথি ছিলেন প্রকল্প পরিচালক ব্লু ল ইন্টারন্যাশলের ইপিডি প্রকল্প পরিচালক হেজি স্মিথ, সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক আল মামুন তালুকদার ও ব্লাস্ট বরিশালের সমন্বয়কারী অ্যাডভোকেট সাহিদা তালুকদার। 

সেমিনারে প্রতিবন্ধীদের নানা সমস্যা নিয়ে আলোচনা হয় এবং এসব সমস্যা থেকে তাদের মুক্ত করতে প্রতিবন্ধী সুরক্ষা আইন-২০১৩ কঠোরভাবে কার্যকরের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর