২০ নভেম্বর, ২০১৯ ১৬:১৪
খালাসের অপেক্ষায় শত শত পণ্যবাহী ট্রাক

পণ্য পরিবহন না করায় কার্যত অচল ভোমরা স্থল বন্দর

সাতক্ষীরা প্রতিনিধি

পণ্য পরিবহন না করায় কার্যত অচল ভোমরা স্থল বন্দর

নতুন সড়ক পবিহন আইন সংশোধনসহ ১০ দফা দাবিতে পরিবহন ও মোটর শ্রমিকরা গত দুই দিনের মতো বুধবারও যান চলাচল বন্ধ রেখেছেন। এতে কার্যত অচল হয়ে পড়েছে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম।

বুধবার সকাল থেকে ভারত থেকে আমদানিকৃত পণ্য নিয়ে ভারতীয় ট্রাক ভোমরা স্থল বন্দরে প্রবেশ করলেও
বাংলাদেশের অভ্যন্তরে কোনো ট্রাক পণ্য পরিবহন না করায় এ অচল অবস্থার সৃষ্টি হয়েছে। 

পণ্য খালাসের অপেক্ষায় বন্দরে দাঁড়িয়ে আছে শত শত পণ্যবাহী ভারতীয় ট্রাক। ফলে ব্যাহত হচ্ছে ভোমরা বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম। এতে বিপাকে পড়েছেন আমদানি-রপ্তানিকারকরা। ফলে প্রতিদিনের ন্যায় বিপুল পরিমাণ
রাজস্ব আদায় থেকে বঞ্চিত হচ্ছে সরকার।

এদিকে, সকাল থেকে সাতক্ষীরা কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে যাত্রবাহী কোনো বাস ছেড়ে যেতে দেখা যায়নি। ফলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা সাতক্ষীরার সাথে খুলনা ও যশোরের সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে।

এছাড়াও জেলার অভ্যন্তরীণ ৮টি রুটেও পরিবহন চলাচল বন্ধ রেখেছেন পরিবহন ও মোটর শ্রমিকরা। ফলে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রী ও পথচারীরা।

নতুন পরিবহন আইন কার্যকর করার প্রতিবাদে সারা দেশের ন্যায় এই কর্মবিরতি পালন শুরু করেছেন সাতক্ষীরা পরিবহন শ্রমিকরা। 


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর