নাটোরের বড়াইগ্রামে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বায়োমেট্রিক হাজিরা শুরু হয়েছে। শনিবার সকালে উপজেলার বনপাড়া পৌর এলাকার কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস।
বিদ্যালয়ের অফিস কক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার রবীন্দ্রনাথ সাহা, সহকারী শিক্ষা অফিসার ফাইজুল ইসলাম মাসুম, প্রধান শিক্ষক আজমা খাতুন শিউলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস, বায়োমেট্রিক হাজিরা মেশিন সরবরাহকারী প্রতিষ্ঠান ডিজিটাল স্মার্টের পরিচালক ফায়জুর রশিদ শুভ্র, পরিচালনা কমিটির সহ-সভাপতি মুক্তার হোসেন প্রমুখ।
এসময় শিক্ষা অফিসার জানান, এখন থেকে শিক্ষকদের নির্দিষ্ট সময়ের মধ্যে উপস্থিত হতে হবে। কেউ সময়ের হেরফের করলে মেশিনে তা ধরা পরে যাবে। তাই স্কুল ফাঁকি দিয়ে কোন শিক্ষক আর পার পাবে না।
তিনি বলেন, এখান থেকে উপজেলার ৯৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে ডিজিটাল হাজিরার শুভ সূচনা করা হলো।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন