বাগেরহাটে গ্রাম আদালতকে কার্যকর ও গতিশীল করতে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়।
বাগেরহাট জেলা ও দায়রা জজ মো. গাজী রহমানের সভাপতিত্বে সভায় জেলায় গ্রাম আদালতের অগ্রগতি ও পরামর্শ বিষয়ে বক্তব্য রাখেন পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এস এম সাইফুল ইসলাম, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট স্বপন কুমার সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহিনুজ্জামান, ওয়েভ ফাউন্ডেশনের জেলা সমন্বয়কারী আলিউল হাসনাত খান প্রমুখ।
সভায় জেলার বিভিন্ন উপজেলার নির্বাহী অফিসার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও ইউপি চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন। গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর মহিতোষ কুমার রায়ের পরিচালনায় আলোচিত্র প্রদর্শনের মাধ্যমে গ্রাম আদালতের সেবার বিভিন্ন অর্জন তুলে ধরা হয়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন