তুরস্কের পরিবহনমন্ত্রী আবদুলকাদির উরালওগ্লু নিজের সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করেই জড়ালেন বিতর্কে। দ্রুত গতিতে গাড়ি চালানোর দৃশ্য শেয়ার করায় তিনি নিজেই অতিরিক্ত গতির কারণে জরিমানার মুখোমুখি হয়েছেন।
রবিবার সন্ধ্যায় রাজধানী আঙ্কারার কাছাকাছি একটি মহাসড়কে গাড়ি চালানোর সময়কার ভিডিও তিনি সামাজিক মাধ্যম এক্স (পূর্বে টুইটার)-এ পোস্ট করেন। ভিডিওতে দেখা যায়, তিনি লোকগান ও প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের বক্তৃতা শুনতে শুনতে গাড়ি চালাচ্ছেন।
কিন্তু কয়েকটি দৃশ্যে স্পষ্ট দেখা যায় গাড়ির স্পিডোমিটার, যেখানে তার গতি ধরা পড়ে ঘণ্টায় ১৯০ থেকে ২২৫ কিলোমিটার (১১৮ থেকে ১৪০ মাইল)। অথচ সেই মহাসড়কে সর্বোচ্চ অনুমোদিত গতি মাত্র ১৪০ কিলোমিটার (৮৫ মাইল)।
পরে নিজেই আবার ভিডিওটি শেয়ার করে মন্ত্রী স্বীকার করেন, তার এই অসাবধানতায় তিনি আইন ভেঙেছেন এবং জরিমানাও গুনতে হয়েছে। তিনি লিখেছেন—আঙ্কারা-নিজদে মহাসড়ক পরিদর্শন করতে গিয়ে সাময়িকভাবে গতি সীমা অতিক্রম করি। ভিডিও পোস্ট করে আমি যেন নিজেকেই অভিযুক্ত করলাম।
মন্ত্রী যে জরিমানার নোটিশ পেয়েছেন তার কপিও প্রকাশ করেছেন। সেখানে উল্লেখ আছে, তিনি সর্বোচ্চ ২২৫ কিমি/ঘণ্টা গতিতে গাড়ি চালিয়েছেন এবং এজন্য তাকে ৯,২৬৭ তুর্কি লিরা (প্রায় ২২৫ ডলার) জরিমানা করা হয়েছে।
সূত্র: এএফপি
বিডি প্রতিদিন/নাজমুল