লালমনিরহাটের পাটগ্রামে আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ফাঁকা গুলি ও টিয়ার সেল নিক্ষেপ করে। এতে কয়েকজন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন ।
সোমবার বিকেল ৫ টার দিকে উপজেলার শ্রীরামপুর উচ্চ বিদ্যালয় মাঠে শ্রীরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার শ্রীরামপুর উচ্চ বিদ্যালয় মাঠে শ্রীরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের দ্বি-বার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে শ্রীরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল হাশেম ও রফিকুল আলম সভাপতি পদে প্যানেল দেন। প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহার হোসেন সম্মেলনস্থলে উপস্থিত হওয়ার আগে সভাপতি পদের দুই গ্রুপের স্লোগান দেওয়া নিয়ে সংঘর্ষ বাধে। এতে হাতাহাতির এক পর্যায়ে সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড টিয়ার সেল ও ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। এতে গুলিবিদ্ধসহ অন্তত ৩০ জন নেতাকর্মী ও সমর্থক আহত হন। আহতদের উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন, জলিল হোসেন (৩৫), রুস্তাম আলী (২৯), রুবেল ইসলাম (৩৩),রিফাত হোসেন (২০), শহিদুল ইসলাম (৩৫),রিয়াদ হোসেন (১৮),কমিজ উদ্দিন মেম্বর (৪০), রায়হান (৩৫)। এদের মধ্যে ৪ জনকে গুরুত্বর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় বুড়িমারী স্থল বন্দর ও শ্রীরামপুর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ফের সংঘর্ষের আশঙ্কায় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
শ্রীরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল হাশেম বলেন, রফিকুলের লোকজন সম্মেলন শুরুর আগে আমার লোকজনের উপর ক্ষিপ্ত হয়ে হালা চালায় এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন্ত কুমার মোহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন