ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পূর্ব ইউনিয়নের বগডহর গ্রামে সোমবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ কৃষকের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।
ক্ষতিগ্রস্ত কৃষকরা হচ্ছে ওই গ্রামের মৃত জজ মিয়ার ছেলে শাহপরান, মৃত ধন মিয়ার ছেলে আ: করিম, মৃত জজ মিয়ার ছেলে মামুন ও শাহপরানের ছেলে সুমন মিয়া।
ক্ষতিগ্রস্ত কৃষক শাহপরাণ বলেন, বৈদ্যুতিক সর্টসার্কিটের মাধ্যামে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান ও ইউপি চেয়ারম্যান মৌসুমী খায়ের বারী ঘটনাস্থল পরিদর্শন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বলেন, ক্ষতিগ্রস্ত ৪ কৃষককে পরিবারকে ২ বান্ডেল করে ঢেউটিন ও ৬ হাজার করে টাকা দেওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন