বাগেরহাট শহরের একটি বাড়িতে অভিযান চালিয়ে ১০২ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদক বিরোধী টাস্কফোর্স। সোমবার বিকালে শহরের মুনিগঞ্জ এলাকার সরকারি মহিলা কলেজ সড়কের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মো. আসাদুজ্জামান ওরফে ডাবলু (৪০) শহরের মহিলা কলেজ সড়কের বাসিন্দা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাকে বাগেরহাট মডেল থানায় হস্তান্তর করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী হাকিম মো. আরিফুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার শহরের মুনিগঞ্জ এলাকার একটি বাড়িতে অভিযান চালায় মাদক বিরোধী টাস্কফোর্স। অভিযানকালে বাড়িটিতে তল্লাশির সময় আসাদুজ্জামানের শয়নকক্ষের একটি ওয়ারড্রব থেকে ১০২টি ইয়াবা উদ্ধার করে মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা। এসময় আসাদুজ্জামানকে গ্রেফতার করা হয়। তিনি ইয়াবা রাখার কথা স্বীকারও করেন।
গ্রেফতার ওই ব্যক্তির বিরুদ্ধে বাগেরহাট মডেল থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
বিডি প্রতিদিন/এনায়েত করিম