ফরিদপুরের ভাঙ্গা থানার পূর্ব সদরদী এলাকায় ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে বাস চালকসহ তিন জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ২৫ জন।
মঙ্গলবার সকাল পৌনে নয়টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী নামক স্থানে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানা ও আহত যাত্রী সূত্রে জানা যায়, ঢাকা থেকে মাদারীপুরগামী একটি বাস পূর্ব সদরদী নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পান বোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই দু’জন নিহত হন। নিহত দু’জনের নাম-পরিচয় জানা যায়নি।
এছাড়াও বাস চালক সিরাজুল ইসলামকে (৫৫) আহত অবস্থায় ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বাড়ি মাদারীপুর জেলার সদর উপজেলায়।
ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট মো. শামিম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন