ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় সন্তানকে কোলে নিয়ে পুকুরে পানি দেয়ার জন্য সেচলাইন চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল বাবা-মেয়ের।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সহনাটী ইউনিয়নের ধোপাজাঙ্গালিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার ধোপাজাঙ্গালিয়া গ্রামের কৃষক আরশাদুল হক (৩৬) ও তার মেয়ে জান্নাতুল অমি (৩)।
পুলিশ জানায়, মেয়ে জান্নাতুলকে কোলে নিয়ে পুকুরে পানি দেয়ার জন্য সেচলাইন চালু করতে বিদ্যুৎ সুইচে চাপ দেন বাবা আরশাদুল। এ সময় বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই আরশাদ আলী মারা যান। পরে মেয়ে জান্নাতুলকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. জান্নাতুল ফেরদাউস বুশরা জানান, হাসপাতালে আনার অনেক আগেই শিশু অমি মারা যায়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন