রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক ও নার্সদের মধ্যে মারপিটের ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালের পরিচালকের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে নাস ও ইন্টার্ন ডাক্তারা। তারা একে অপরকে দায়ি করে পাল্টা পাল্টি বিচার দাবি করেছে। অপরদিকে এ ঘটনাকে কেন্দ্র করে নার্স ও চিকিৎসকরা অঘোষিত ধর্মঘট শুরু করায় হাসপাতালের চিকিৎসা সেবা পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার রাতে হাসপাতালের ২৭ নম্বর ওয়ার্ডে ইন্টার্ন চিকিৎসক উরমী নার্স জেসমিন আক্তার লাকি কে কথা কাটাকাটি এক পর্যায়ে ধাক্কা মারে। এ ঘটনার জেরে মঙ্গলবার সকালে আবারো সেখানে ইন্টার্ন চিকিৎসক দের সাথে কথা কাটাকাটি হয় নার্সদের সাথে। তবে নার্সদের অভিযোগ ইন্টার্ন ডাক্তাররাই তাদের উপর হামলা করে মারধর করেছে।
এ ঘটনাকে কেন্দ্র বিক্ষুব্ধ ইন্টার্ন চিকিৎসকরা হাসপাতালের পরিচালক ডা. আমিনুর রহমানের চেম্বারের সামনে অবস্থান নিলে নার্সরাও সেখানে পাল্টা অবস্থান নেয়। দুই পক্ষ একে অপরের বিচার দাবি করে বিক্ষোভ অব্যাহত রেখেছে।
এদিকে ইন্টার্ন চিকিৎসক ও নার্সরা রোগীদের সেবা বন্ধ করে দিয়ে অঘোষিত ধর্মঘট শুরু করায় রোগীদের চিকিৎসা সেবা পুরোপুরি বন্ধ রয়েছে।
পরিস্থিতি মোকাবেলায় পরিচালকের কার্যালয় সহ হাসপাতালে পুলিশ মোতায়েন করা হয়েছে। হাসপাতালের পরিচালক ডা. আমিনুর রহমান জানান, দু'পক্ষের সাথে আলোচনা করে পরিস্থিতি সামাল দেবার চেষ্টা চলছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন