নতুন সড়ক নিরাপত্তা আইন বাস্তবায়নের মাধ্যমে নিরাপদ সড়কের দাবিতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে ‘সিরাক বাংলাদেশ’ নামে একটি সংগঠনের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সিরাক বরিশালের আহ্বায়ক নাঈম হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রিয় কমিটির আহ্বায়ক আওলাদ রাকিব ও লামিয়া ইসলাম সহ অন্যান্যরা।
মানববন্ধনে বক্তারা বলেন, রাস্তায় দাঁড়িয়ে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন করতে চাই না। নতুন আইন বাস্তবায়ন হলে দেশে সড়ক দুর্ঘটনা কমে আসবে। জানমাল নিরাপদ থাকবে। তাই অবিলম্বে নতুন সড়ক নিরাপত্তা আইন বাস্তবায়নের দাবি জানান তারা।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন