ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের হামলায় ৫ জন আহত হয়েছেন। গত সোমবার রাতে শহরের কাউতলীর নিয়াজ মোহাম্মদ স্টেডিয়াম মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
আহতের স্বজনরা জানান, রাতে গ্যাসের পাইপ নিয়ে দাতিয়ারা এলাকার জাহাঙ্গীর এবং বাশার মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়। এসময় কাউতলী এলাকার মো. সালাউদ্দিন তাদের দুইজনের মধ্যে মীমাংসা করার চেষ্টা করলে জাহাঙ্গীর সালাউদ্দিনকে মারধর করে। পরে সালাউদ্দিন বিষয়টি স্থানীয় মুরব্বিদের জানালে জাহাঙ্গীর তাতে ক্ষুব্ধ হয়। রাতে জাহাঙ্গীরের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালালে শামসুজ্জাহান তেফায়েলসহ ৫ জন আহত হন। আহতদের জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
স্থানীয়রা জানিয়েছে, সংঘর্ষের সময় বেশ কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহম্মদ সেলিম উদ্দিন জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে আটক করা হয়েছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম