অবৈধ অটোরিকশা (সিএনজি) চলাচল বন্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন করেছে স্থানীয় অটোরিকশা চালকরা। মঙ্গলবার বেলা ১১টার দিকে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জলা অটোরিকশা সচেতন চালকের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে স্থানীয় শত শত চালক মানববন্ধনে অংশ নেন।
এসময় মানববন্ধনের বক্তব্য রাখেন, রাঙামাটি জেলা অটোরিকশা চালক মো. আবুল কালাম, মো. কামাল হোসেন, মো. মঈন উদ্দিন ও প্রিয়তোষ দত্ত প্রমুখ।
মানববন্ধনে বক্তরা বলেন, রাঙামাটিতে রেজিস্ট্রেশন বিহীন ও রুট পারমিট বিহীন অবৈধ অটোরিকশার ছড়াছড়ি। এই অটোরিকশা চলাচলের কারণে বৈধ চালকদের অর্থ উপার্জন বাধা হয়ে দাঁড়িয়েছে। একই সাথে শহরে অতিরিক্ত যানবাহন চলাচলের কারণে বাড়ছে যানজট। বেড়েছে সড়ক দুর্ঘটনারমত ঘটনা। কারণ এসব চালক অদক্ষ এবং প্রশিক্ষণ বিহীন।
বক্তরা আরও বলেন, রাঙামাটিতে বৈধ অটোরিকশার সংখ্যা ৬০০ অধিক। যাত্রীর অভাবে এসব চালকদের এমনইতে খারাপ অবস্থা। তার উপর অবৈধভাবে চলাচল করছে নাম্বার বিহীন ৩০০ এর অধিক অটোরিকশা। যা সাধারণ স্থানীয় চালকদের মরার উপর খড়ার ঘাঁ হয়ে দাঁড়িয়েছে। ফলে এসব অবৈধ চালকদের জন্য কর্মহীন হয়ে পরেছেন স্থানীয় চালকরা।
অবিলম্বে এসব অবৈধ অটোরিকশা চালকদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন আটোরিকশা চালকের নেতারা।
বিডি প্রতিদিন/এনায়েত করিম