বসুন্ধরা সিমেন্ট দিয়ে বর্তমানে তৈরি হচ্ছে দেশের আইকনিক প্রকল্প পদ্মা সেতু, মেট্রো রেল, ঢাকা এলিভেটের এক্সপ্রেসওয়ে, রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র, পায়রা সেতু, রূপসা রেল সেতু, কামনা সেতু, ভূলতা ফ্লাইওভার, কালশী ফ্লাইওভার, রামপাল ও মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্রসহ সব বড়-বড় মেগা প্রকল্প। বাগেরহাট লেডিস ক্লাবে মঙ্গলবার সকালে ‘শৈল্পিক নির্মাণ, রাজমিস্ত্রির অবদান’ শীর্ষক কর্মশালায় এসব কথা বলেছেন বসুন্ধরা সিমেন্টের এজিএম জিয়ারুল ইসলাম। মাতারবাড়ী
বাগেরহাটের শীর্ষ স্থানীয় সিমেন্ট বিক্রেতা মেসার্স আল্লারদান এন্টাপ্রাইজের প্রোপাইটার মো. জুয়েল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বসুন্ধরা সিমেন্টের খুলনা বিভাগের ডিএসআই মো. হাফিজুর রহমান, খুলনা এলাকার এএসএম মীর গজ্জালী আহমেদ, টেকনিকাল সাপোর্ট বিভাগের প্রকৌশলী আবুল হাসান, বাগেরহাট গণপূর্ত অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আরিফুল হক, বাগেরহাট পৌরসভার উপ সহকারী প্রকৌশলী সরদার আব্দুস সালাম।
কর্মশালায় অংশ নেয়া বাগেরহাটের ৬০ জন রাজমিস্ত্রি দেশসেরা বসুন্ধরা সিমেন্ট ব্যবহারে নির্মাণ কাজের বাস্তব অভিজ্ঞতা ও তাদের নিশ্চিন্ত নির্ভরতার কথা তুলে ধরেন।
বিডি-প্রতিদিন/মাহবুব