ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৫টি চোরাই গরুসহ ৫ গরু চোরকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় গরুবাহী একটি পিকআপ ভ্যানও আটক করা হয়। গত সোমবার সন্ধ্যায় উপজেলার চান্দুরা সিএনজি স্ট্যান্ড থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- বিজয়নগর উপজেলার জাকির হোসেন (২২), মো. ইয়ামিন (২০), মো. আবুল কাসেম (২০), মো. গোলাম কাদির (৫৫) এবং সরাইল উপজেলার মো. বাদল মিয়া (২৮)।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ফয়জুল আজীম নোমান জানান, হবিগঞ্জ জেলার মাধবপুর থেকে ৫টি গরু চুরি করে নিয়ে আসার সময় বিজয়নগর উপজেলার চান্দুরা সিএনজি স্ট্যান্ড থেকে গরুবাহী পিকআপ ভ্যানসহ তাদেরকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার সকালে গ্রেফতারদের আদালতে সোপর্দ করা হয়েছে। গরুর মালিকরা তাদের গরু নিয়ে যেতে থানায় যোগাযোগ শুরু করেছেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম