নারায়ণগঞ্জের একটি আদালত স্ত্রীর যৌতুক মামলার রায়ে সৌদী প্রবাসী স্বামী আবুল কালামকে (৩৮) দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন।
সাজাপ্রাপ্ত আবুল কালাম সোনারগাও উপজেলার চেঙ্গাকান্দি বাংলা বাজার এলাকার মৃত. আব্দুল বাতেন মিয়ার ছেলে। এরআগে সে জামিনে গিয়ে আত্মগোপন করায় তার অনুপস্থিতিতে রায় ঘোষণা করা হয়।
সোমবার দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মো. কাউছার আলমের আদালত এ রায় ঘোষণা করেন।
আদালতের বেঞ্চ সহকারী মো. জাকির হোসাইন জানান, সোনারগা উপজেলার আনন্দবাজার রায়পুর গ্রামের খোরশেদ মিয়ার মেয়ে সোনিয়া আক্তারকে (৩০) আবুল কালামের সঙ্গে ২০০৬ সালের ৩০ জুন পারিবারিক ভাবে বিয়ে দেয়। বিয়ের পর থেকে যৌতুকের জন্য বিভিন্ন সময় নির্যাতন করে। এ ঘটনায় আদালতে দায়ের করা মামলায় সাক্ষ্যগ্রহন শেষে রায় ঘোষণা করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার