বর্ণাঢ্য আয়োজনে পাবনার রূপপুরে পরমাণু দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি পালনে শনিবার সকালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বেলুন উড়িয়ে ও কবুতর অবমুক্ত করে দিবসটির সূচনা করা হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে রূপপুরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আনোয়ার হোসেন, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান মাহবুবুল হক, রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রকল্প পরিচালক ড. শৌকত আকবর সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানী বাংলাদেশ, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় যৌথভাবে এই দিবস পালনের আয়োজন করে।
দিবসটি পালনে অন্যান্য কর্মসূচীর মধ্যে প্রকল্প বাস্তবায়ন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা ও উপস্থাপনা, নানা ধরনের দেশীয় খেলাধূলা, আলোচনা সভা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ