বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোঃ শাহজাহান বলেছেন, সাজানো ও মিথ্যা মামলা দিয়ে বেগম জিয়াকে সরকার কারাগারে আটক রেখেছেন। তিনি আজ খুবই অসুস্থ। ৫ ডিসেম্বর বেগম জিয়া যদি জামিন না পান তবে ধরে নেব বিচার বিভাগ সরকার নিয়ন্ত্রণ করছে। এ নিয়ন্ত্রণ হবে ক্ষণস্থায়ী।
তিনি শনিবার বিকেলে নোয়াখালীর জেলা শহর মাইজদীতে নোয়াখালী শহর ও সদর যুবদলের সদস্য সংগ্রহ উদ্বোধন ও কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দর বিএসসি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান, বিএনপি নেতা মাহবুব আলমগীর আলো, ছলিম উল্যাহ বাহার হিরন, আশরাফ আলী, লিয়াকত আলী খাঁন, ভিপি জসিম, ভিপি পলাশ, আবদুর জাহের, যুবদলের জেলা সাধারণ সম্পাদক নুরুল আমিন খাঁন, যুবদল নেতা আবু তাহের হারুন প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন