মানিকগঞ্জের সদর উপজেলার ৪ শত খুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উন্নত জাতের ধানের বীজ বিতরণ করা হয়েছে। আজ সোমবার সকালে উপজেলা মিলনায়তনে কৃষকের মাঝে ৫ কেজি করে ব্রিধান ৮১ ও ৮৯ উন্নত জাতের বীজ বিতরণ করা হয়।
নতুন এইন উচ্চ ফলনশীল,রোগ ও বালাই সহনশীল এবং এর জীবনকালও কম। এডিবি’র অর্থায়নে মানিকগঞ্জ উপজেলা পরিষদ এই ধানের বীজ বিতরণ করে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা লিজার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ আবদুল মুঈন, অধ্যক্ষ আহমেদ আলী চৌধুরী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ হাবিবুর রহমান চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসরাফিল হোসেন প্রমুখ।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ