নেত্রকোনার দুর্গাপুরে বেপরোয়া ট্রাক চাপায় মিয়া উদ্দিন নামে ৮০ বছরের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
রবিবার সকালে উপজেলার শুকনাকড়িতে দুই ট্রাকের পাল্লায় নিচে চাপা পড়ে নিহত হন এই বৃদ্ধ।
নিহত মিয়া উদ্দিন উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের বাউরতলা গ্রামের মৃত হামেল আলী তালুকদার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে বাজার থেকে চা খেয়ে বাড়ি ফিরছিলেন মিয়া উদ্দিন। পথে বেপরোয়া গতির দুই ট্রাক একটি আরেকটিকে অভারটেকিংয়ের চেষ্টা করে। এই সময় পথচারী মিয়া উদ্দিন সড়ক পার হতে গেলে ট্রাকের চাকায় পিষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা দ্রুত ছুটে আসলে ঘাতক ট্রাক পালিয়ে যায়।
এ ব্যাপারে পুলিশ উপ-পরিদর্শক আসাদুর জামান আসাদ জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাক আটকের অভিযান অব্যাহত আছে।
বিডি প্রতিদিন/কালাম