বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে জামালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রবিবার সকাল থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহরের স্টেশন রোডের দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয়। পরে সেখানে ঘণ্টাব্যাপী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সহ-সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো: ওয়ারেছ আলী মামুন, বিএনপি নেতা গোলাম রব্বানী, ফিরোজ মিয়া, রুহুল আমিন মিলন, লোকমান আহমেদ লোটন, মিজানুর রহমান, সজিব খান প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন