৮ ডিসেম্বর, ২০১৯ ১৭:৫১

'হালাল রুজি না খেলে ইবাদত কবুল হবে না’

নেত্রকোনা প্রতিনিধি

'হালাল রুজি না খেলে ইবাদত কবুল হবে না’

সরকারি কর্মকর্তা-কর্মচারিদের উদ্দেশ্যে ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান এনডিসি বলেছেন, হালাল রুজি না খেলে ইবাদত কবুল হবে না। তাই সকলকে কর্মের মাধ্যমে হালাল রুজির ব্যবস্থা করতে হবে।

রবিবার দুপুরে নেত্রকোনার কেন্দুয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারি, জনপ্রতিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

এ সময় উপস্থিত সকল সরকারি কর্মকর্তা-কর্মচারিকে নিয়ম মেনে যথাসময়ে অফিস করার জন্যও নির্দেশ দেন বিভাগীয় কমিশনার।

কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-ইমরান রুহুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ভূইয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূইয়া, সাধারণ সম্পাদক আসাদুল হক ভূইয়া, মোজাফরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর চৌধুরী প্রমুখ।

মতবিনিময় সভা শেষে বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান এনডিসি কেন্দুয়া প্রেসক্লাব, কেন্দুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় ও সান্দিকোনা ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর