৯ ডিসেম্বর, ২০১৯ ১৬:৪৭

টাঙ্গাইলে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

“আমরা দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পতাকা উত্তোলন, মানববন্ধন, আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্যদিয়ে টাঙ্গাইলে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে সোমবার সকালে জেলা দুর্নীতি দমন কমিশন কার্যালয়ে জাতীয় পতাকা ও দুদকের পতাকা উত্তোলনের মধ্যদিয়ে কর্মসূচির শুরু হয়। পরে স্থানীয় শহীদ মিনারের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশনেন।

পরে টাঙ্গাইল জেলা প্রশাসকের উদ্যোগে দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম। এতে বক্তব্য রাখেন স্থানীয় সরকারের বিভাগীয় উপ-পরিচালক মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শফিকুল ইসলাম, টাঙ্গাইল জেলা দুর্নীতি দমন কমিশনের সমন্বিত উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান, জেলা তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি এডভোকেট আতাউর রহমান আজাদ প্রমূখ।

আলোচনা সভায় বক্তরা বলেন, দুর্নীতি আজ একটি সামাজিক ব্যাধিতে পরিনিত হয়েছে। দুর্নীতির কারণে আজ উন্নয়ন কাজ ব্যহত হচ্ছে। বক্তারা দুর্নীতির বিরুদ্ধে আইনের কঠোরতা ও সামাজিক ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠান পরিচালনা করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক তরুণ ইউসুফ।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর