৯ ডিসেম্বর, ২০১৯ ২১:৩১

‘নারীদের অবহেলিত রেখে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়’

দিনাজপুর প্রতিনিধি

‘নারীদের অবহেলিত রেখে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়’

বেগম রোকেয়ার লালিত স্বপ্ন বাস্তবায়নে নারীদেরকে আরও বেশি কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহবান জানিয়েছেন বৃহত্তর দিনাজপুরের মহিলা সংরক্ষিত আসনের সাংসদ অ্যাড. জাকিয়া তাবাসসুম জুঁই।

তিনি বলেছেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারীদের অবহেলিত রেখে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। নারী নির্যাতন বন্ধ করতে তাদেরকে শিক্ষিত এবং সচেতন করার কোনো বিকল্প নেই। পিছিয়ে পড়া নারী সমাজের জাগরণে বেগম রোকেয়ার যে অবদান তা অস্বীকার করার উপায় নেই।

সোমবার আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে শিশু একাডেমী মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এর আগে, সকালে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয় সম্মুখ সড়কে বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম। 

জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) সানিউল ফেরদৌসের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. কাজিম উদ্দিন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোর্শেদ আলী খান, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা জিনাত আরা মিলি প্রমুখ। 

বক্তব্য শেষে দিনাজপুর জেলায় সাফল্য অর্জনকারী পাঁচ জয়িতাকে সন্মননা ক্রেস্ট প্রদান করেন জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম। 

সংবর্ধনাপ্রাপ্ত জয়িতারা হলেন, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনে বীরগঞ্জ উপজেলার ঝাড়বাড়ীর দেবারুপাড়ার মোছা. জামিলা বেগম, শিক্ষা ও চাকরিক্ষেত্রে সাফল্য অর্জনে বিরামপুর উপজেলার কলেজপাড়ার মোছা. শরিফা পারভীন, সফল জননী নারী ঘোড়াঘাট উপজেলার বুলাকীপুর গ্রামের বার্থলোমেয়া সরেন, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যেমে জীবন শুরু করায় খানসামা উপজেলার দক্ষিণ বালাপাড়ার মুক্তারিনা বেগম ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় চিরিরবন্দর উপজেলার খেরকাঠি গ্রামের রাজিয়া সুলতানা।

এছাড়াও ডে কেয়ার কর্মকর্তা রেজভীন শারমিনাজ ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা শিশু একাডেমীর কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বাবু, এমবিএসকের নির্বাহী প্রধান সুলতানা রাজিয়াসহ বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনকারী জয়িতাবৃন্দ।


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর