বগুড়ার শেরপুর উপজেলায় রাস্তা পার হতে গিয়ে ট্রাকচাপায় মহির উদ্দিন (৬০) নামের এক পথচারী নিহত হয়েছেন। সোমবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলা শহরের কলেজ রোড এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত মহির উদ্দিন উপজেলার গাড়ীদহ ইউনিয়নের হাপুনিয়া গ্রামের বাসিন্দা।
হাইওয়ে পুলিশের বগুড়ার কুন্দারহাট ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
স্থানীয় সূত্র জানায়, ভোরে কলেজ রোড এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন মহির উদ্দিন। এ সময় ঢাকাগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
বিডি প্রতিদিন/হিমেল