রাঙামাটিতে পালিত হয়েছে আন্তর্জাতিক অভিবাসী দিবস। বুধবার সকালে দিবসটি উপলক্ষে শহরের পৌরসভা চত্বর থেকে রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে ও জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহযোগিতায় 'দক্ষ হয়ে বিদেশ গেলে অর্থ সম্মান দুই-ই মেলে' এই স্লোগানকে সামনে রেখে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাঙামাটি জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এ র্যালিতে ব্যানার ফেস্টুন নিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।
পরে রাঙামাটি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম শফি কামালের সভাপতিত্বে রাঙামাটি জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে রাঙামাটি জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক নীহার কান্তি খীসা, টিটিসির অধ্যক্ষ সালাউদ্দিন শেখ, রাঙামাটি ইসলামি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ সানাউল্লাহ, রাঙামাটি সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম উপস্থিত ছিলেন।
সভায় রাঙামাটি অতিরিক্ত জেলা প্রশাসক এস এম শফি কামাল বলেন, প্রতি বছর ১৮ই ডিসেম্বর জাতিসংঘের সকল সদস্যভুক্ত দেশে অভিবাসী দিবস পালিত হয়ে আসছে। জাতিসংঘের সাধারণ পরিষদ ২০০০ সালের ৪ ডিসেম্বর এই দিনটি বিশ্বব্যাপী উদযাপনের সিদ্ধান্ত নেয়। মূলতঃ বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ব্যাপক হারে অভিবাসন ও বিপুল সংখ্যক অভিবাসীদের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় দিকে ঘিরেই এ দিবসের উৎপত্তি। তিনি আরও বলেন, বিদেশে যাতে খুব সহজে আত্মকর্মসংস্থান গড়ে তুলা যায়, সে বিষয়ে দক্ষতা অর্জন করা খুবই প্রয়োজন। কাজের দক্ষতা থাকলে কোনো কিছুই কঠিন মনে হবে না। বাংলাদেশ থেকেই সবচেয়ে বেশি মানুষ বিদেশ যায় এবং সবচেয়ে কম আয় করে। এর কারণ হচ্ছে যারা যায়, তাদের দক্ষতার অভাব। এ কারণে এ বছর দক্ষতায় বেশি জোর দেয়া হচ্ছে। সরকার দক্ষ শ্রমিক তৈরির জন্য অনেক উদ্যোগ নিয়েছে। তাই তিনি সবাইকে কাজের উপর দক্ষতা অর্জন করে বিদেশ যাওয়ার পরার্মশ দেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম