২৫ ডিসেম্বর, ২০১৯ ১৬:০৬

মির্জাপুরে রাস্তা নির্মাণে অনিয়ম, প্রতিবাদকারীদের ওপর হামলা

টাঙ্গাইল প্রতিনিধি

মির্জাপুরে রাস্তা নির্মাণে অনিয়ম, প্রতিবাদকারীদের ওপর হামলা

টাঙ্গাইলের মির্জাপুরে প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে পাথরঘাটা-তক্তারচালা রাস্তা নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের প্রতিবাদ করায় ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন প্রতিবাদকারীদের মারপিট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

রাস্তা নির্মাণে নিম্নমানের ইট, বালু খোয়াসহ বিটুমিন ব্যবহারে ব্যাপক কারচুপির আশ্রয় নেয়া হচ্ছে। এছাড়া ভয়-ভীতি দেখিয়ে জোরপূর্বক সড়কের পাশে কৃষকের আবাদী জমির মাটি কেটে সড়কে ব্যবহার করছে বলে জানা গেছে। 

উপজেলা প্রকৌশল অফিস সূত্রে জানা গেছে, ৯ কিলোমিটার দৈর্ঘ্য ও ১২ ফুট প্রস্থ পাথরঘাটা-তক্তারচালা রাস্তাটি বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। এতে ব্যয় হবে ৬ কোটি ৪০ লাখ ৭৫ হাজার ৪২৯ টাকা। রাস্তাটি বাস্তবায়নের কাজ পায় ঠিকাদারী প্রতিষ্ঠান সৈয়দ মজিবুর রহমান এন্ড অরনি এন্টারপ্রাইজ (জেভি)। গত তিন মাস আগে ঠিকাদার রাস্তার কাজ শুরু করে। রাস্তাটির প্রায় ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে। তবে শুরু থেকে রাস্তার কাজ বাস্তবায়নে অত্যন্ত নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগ উঠে। বিশেষ করে ইট বালু ও খোয়া ব্যবহারে। তাছাড়া বিটুমিন ব্যবহারেও ব্যাপক কারচুপি করায় এলাকাবাসী এর তীব্র প্রতিবাদ জানায়। কিন্ত তারপরও ঠিকাদার নিম্নমানের সামগ্রী ব্যবহার অব্যাহত রাখায় সোমবার বিকেলে এ নিয়ে এলাকাবাসী ও ঠিকাদারের লোকজনের সঙ্গে প্রথমে বাকবিতণ্ডা হয়। 

পরে ঠিকাদারের লোকজন প্রতিবাদী এলাকাবাসীর কয়েকজনকে মারপিট করে আহত করে। এ খবর জানাজানি হলে এলাকার লোকজন এসে ঠিকাদারী প্রতিষ্ঠানের ম্যানেজার রাজু ও সিহাবকে আটক করে। পরে খবর পেয়ে বাঁশতৈল ফাঁড়ির উপপরিদর্শক মজিবুর রহমানের নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

গাজেশ্বরী গ্রামের বাসিন্দা ইজ্জত আলী জনি অভিযোগ করে বলেন, ভয়-ভীতি দেখিয়ে জোরপূর্বক সড়কের পাশে কৃষকের আবাদি জমির মাটি কেটে সড়কে ব্যবহার করছে।

খলিয়াজানী গ্রামের বাসিন্দা দীপক দাস, অধীর শীল, কার্তিক শীল প্রমুখরা অভিযোগ করে বলেন, চোখের সামনে উন্নয়ন কাজে এত অনিয়ম মেনে নেয়া যায় না। নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তার কাজ করা হচ্ছে। 

একই গ্রামের সুশীল দাস, ভজন মালু, প্রেমা সরকার বলেন, ভয়-ভীতি দেখিয়ে ঠিকাদার আমাদের সরিষাক্ষেতের মাটি কেটে নিয়ে যাচ্ছে। বাধা দিলে মামলার ভয় দেখায়।  

তাছাড়া কাজে অনিয়মের কথা বলায় ঠিকাদারের লোকজন তাদের ওপর হামলা করেছে বলে অভিযোগ করে বলেন, আমরা ঠিকাদারী প্রতিষ্ঠানের দুই ম্যানেজার রাজু ও সিহাবের বিচার চাই। 

এদিকে, রাস্তার উন্নয়ন কাজের দেখাশোনার দায়িত্বে থাকা মির্জাপুর উপজেলা উপসহকারী প্রকৌশলী আরিফুল ইসলাম বলেন, রাস্তাটিতে নিম্নমানের খোয়া ব্যবহার করা হয়েছে। এছাড়া আমি সবে মাত্র এসেছি। এ বিষয়ে কিছু বলতে পারবো না। 

সৈয়দ মজিবুর রহমান এন্ড অরনি এন্টারপ্রাইজ (জেভি) এর ঠিকাদার হিকমত মিয়া নিম্নমানের কাজের কথা অস্বীকার করে বলেন, সোমবার এলাকাবাসী এবং তার প্রতিষ্ঠানের লোকজনের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা অপ্রত্যাশিত। 

এ ব্যাপারে মির্জাপুর উপজেলা প্রকৌশলী আরিফুল ইসলাম বলেন, ঠিকাদার শুরুতে নিয়মমাফিক কাজ করলেও গত কয়েকদিন আমি অসুস্থ থাকার সুযোগে নিম্নমানের কাজ করছে বলে জানতে পেরেছি। সরেজমিনে কাজটি দেখে যেখানে নিম্নমানের কাজ করা হয়েছে সেখানে প্রয়োজনে পুনরায় কাজ করা হবে বলে তিনি উল্লেখ করেন।


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর