সাতক্ষীরার শ্যামনগরে কলেজছাত্রী মরিয়মকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রধান আসামি সুব্রত মন্ডলকে গ্রেফতার করেছে পুলিশ। সে ভুরুলিয়া ইউনিয়নের কাঁচড়াহাটি গ্রামের পরিমল মন্ডলের ছেলে।
এ বিষয়ে রবিবার সকাল ১১টায় সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, গ্রেফতার সুব্রতর সাথে কিছুদিন আগে মরিয়মের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের কথা বলে গত বৃহস্পতিবার রাতে মরিয়মকে মোবাইলফোনে বাড়ি থেকে ডেকে এনে একটি নির্জন ধানক্ষেতে নিয়ে ধর্ষণের পর তাকে হত্যা করে সেখান থেকে পালিয়ে যায় সুব্রত।
ওই ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে মোবাইল ফোনের সূত্র ধরে তথ্য প্রযুক্তির সহযোগিতায় শনিবার সুব্রতকে গ্রেফতার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে আসামি সুব্রত এই হত্যাকারের কথা স্বীকার করেছে।
এর আগে গত শুক্রবার (১০ জানুয়ারি) সাতক্ষীরা শ্যামনগর উপজেলার বলবপুর গ্রামের একটি ধানক্ষেত থেকে শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রি কলেজের ছাত্রী মরিয়মের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় শুক্রবার অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে শ্যামনগর থানায় মামলা দায়ের করে নিহতের ভাই মোহাম্মদ আলী।
বিডি প্রতিদিন/এ মজুমদার